ব্রেকিং নিউজ রাজ্য

UPSC-র ISS পরীক্ষায় দেশে প্রথম আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ

ভারতের কঠিনতম পরীক্ষা ইউপিএসএসিতে প্রথম হলেন আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। ইউপিএসসিকে একেবারে পাখির চোখ করে এগিয়েছিলেন পড়ুয়া। তাঁর সাফল্যে আজ গর্বিত গোটা বাংলা। ছেলের সাফল্যে উচ্ছসিত পরিবার।

সিঞ্চন আসানসোলের ইসমাইল মাদার টেরেজা সরণির বাসিন্দা। তিনি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তরের পড়া শেষ করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা। বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। মা সুজাতাদেবী গৃহবধূ। ইউপিএসসি’র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (ISS) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মধ্যবৃত্ত পরিবারের সিঞ্চন। কঠিন অধ্যবসায়ের পর এই সাফল্যের পুরো কৃতিত্বটাই তিনি দিতে চান তাঁর বাবা-মাকে।

সিঞ্চন জানান, এই প্রথম নয় এর আগেও সর্বভারতীয় একাধিক পরীক্ষায় সাফল্য পেয়েছেন তিনি। ইঞ্জিনিয়ারিং সপ্তম হয়েছিলেন তিনি। ভাল ফল করেছিলেন মেডিক্যালেও। তবে তাঁর মূল লক্ষ্য ছিল উনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আত্মতৃপ্তিতে ভরপুর মেজাজে তিনি যোগ করেছেন, “যে কোনও সাফল্যই খুশি নিয়ে আসে। কোন ক্ষেত্রে আমি কাজ করব স্বাভাবিকভাবেই এখন তা স্পষ্ট নয়। তবে যে ক্ষেত্রেই কাজ করি না কেন সেখানকার সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব।”