ব্রেকিং নিউজ রাজ্য

Asansol Tragedy: শুভেন্দুর বিরুদ্ধে এখনই এফআইআর করতে পারবে না রাজ্য, নির্দেশ হাইকোর্টের

আসানসোলের কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যকে এখনই এফআইআর করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চাইলে রাজ্যকে যথাযথ বেঞ্চে যেতে হবে। এ নিয়ে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেবে না আদালত।

এর আগে শুভেন্দু অধিকারীকে জোড়া রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, শুভেন্দুর বিরুদ্ধে যে যে এফআইআর দায়ের হয়ে রয়েছে তাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। সেইসঙ্গে এও নির্দেশ দিয়েছিলেন, নতুন কোনও এফআইআর করতে গেলেও হাইকোর্টের অনুমতি লাগবে।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কিন্তু শীর্ষ আদালত সেই মামলা হাইকোর্টে পাঠিয়ে দেয়। পৃথক বেঞ্চে মামলা করার কথা বলে সুপ্রিম কোর্ট। তারপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারকে মামলা দায়েরের অনুমতি দেয়। কিন্তু শুক্রবার যখন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সেই মামলা ওঠে তখন বিচারপতি জানিয়ে দেন, ‘এই মামলার আর্জেন্সি নেই।’