ব্রেকিং নিউজ রাজ্য

বাড়ছে জ্বালানির দাম, কমছে বাসের সংখ্যা, ভোগান্তি নিত্যযাত্রীদের

দিন দিন বাড়ছে জ্বালানির দাম। আর তাই সমস্ত রুটেই কমছে সরকারি-বেসরকারি বাস। যার জেরে নিত্য ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এধরনের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সমস্ত রুটের বাস সংগঠনকে চিঠি দিল আরটিওরা।

আগামী সপ্তাহ থেকে বেসরকারির পাশাপাশি সরকারি বাসের সংখ্যাও আরও অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যে সমস্ত রুটে যাত্রী চাহিদা কম, সেই সব রুটে বাসের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। দুপুর এবং রাতের বাস পাওয়া খুবই মুশকিল হয়ে যায় যাত্রীদের জন্য। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করছেন দপ্তরের কর্তারা। কারণ তাঁদের দাবি, শুধু টিকিট বিক্রি থেকে তেল কেনার টাকার জোগান হচ্ছে না বাস মালিকদের।