জামিন হয়ে গিয়েছে তবুও শুক্রবার ছাড়া পেলেন না আরিয়ান খান। আরও এক রাত জেলেই কাটাতে হবে আরিয়ানকে।
বৃহস্পতিবার মাদক মামলায় আরিয়ান খানের জামিন মঞ্জুর করে বম্বে হাই কোর্ট। লিগাল টিমের সঙ্গে হাসি মুখে ছবিও তোলেন শাহরুখ খান। কিন্তু শুক্রবার না শনিবার আরিয়ান জেল থেকে ছাড়া পাবেন তা জানা যায়নি।
জানা যায়, ১ লক্ষ টাকার বিনিময়ে জামিন পেয়েছেন শাহরুখপুত্র। আর এই টাকা দিয়ে তাঁর জামিনদার হয়েছে জুহি চাওলা।
বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আর্থার রোড জেলে আরিয়ানের রিলিজ লেটার পৌঁছতে হত। তাহলেই ছাড়া পেতেন আরিয়ান। ৫ মিনিট বেশী অপেক্ষা করেছিলেন জেলের সুপারিন্টেডেন্ট নীতিন ওয়েচাল। তবুও রিলিজ লেটার না আসায় শুক্রবার আরিয়ান জেল থেকে ছাড়া পেলেন না। আরিয়ানকে নিতে আর্থার রোড জেলে পৌঁছেছিলেন বলিউড বাদশা। কিন্তু ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে শনিবার সকাল পর্যন্ত তাকেও অপেক্ষা করতে হবে।