বিনোদন ব্রেকিং নিউজ

জন্মদিনেও এনসিবি’এর দপ্তরে আরিয়ান

মাদক কাণ্ডে গ্রেফতারের পর জামিন মিললেও জামিনের শর্ত অনুযায়ী প্রতি সপ্তাহেই এনসিবি দফতরে হাজিরা দিতে হচ্ছে আরিয়ান খানকে। আর তাই শুক্রবার জন্মদিন থাকলেও আদালতের নির্দেশ মেনেই এনসিবি দফতরে হাজিরা দিয়ে এলেন আরিয়ান খান।

একটানা ২৮ দিন বন্দী থাকার পর বাবার জন্মদিনের ঠিক আগেই জামিনে বাড়ি ফিরেছিলেন আরিয়ান। কিন্তু বম্বে হাই কোর্টের জামিনের অন্যতম শর্ত ছিল আদালতের অনুমতি ছাড়া দেশ ছেড়ে যেতে পারবেন না আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। এনডিপিএস আদালত তাদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়াও প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে এসে হাজিরা দেওয়ার কথাও বলা হয়। আদালতের সেই নির্দেশ মতোই আজ শুক্রবার জন্মদিনেও এনসিবি অফিসে আসেন আরিয়ান এবং হাজিরা খাতায় সই করে যান