টানা কুড়ি বছর নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সঙ্গী। এবার সেই আনুগত্যের ‘পুরস্কার’ পাওয়ার পালা! সরকারি চাকরি ছেড়ে রাজনীতির মঞ্চে পা রাখলেন প্রাক্তন সরকারি আমলা অরবিন্দ কুমার শর্মা। বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে। সূত্রের খবর, দলে বড় পদ পেতে পারেন তিনি। এদিন উত্তরপ্রদেশের লখনউয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বস্ত আমলা অরবিন্দ কুমার।
অরবিন্দর অভিজ্ঞতা বিজেপিকে লাভবান করবে বলে আশাপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং। সূত্রের খবর, রাজ্যের বিধান পরিষদের নির্বাচনে অরবিন্দকে প্রার্থী করতে পারে বিজেপি। যোগীর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদও পেতে পারেন তিনি। বছর ঘুরলেই সে রাজ্যেও বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়বে। তাই তার আগে অরবিন্দের মতো দক্ষ আমলাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে চাইছেন যোগী আদিত্যনাথও। উল্লেখ্য, চলতি মাসের ২৯ তারিখ উত্তরপ্রদেশের বিধান পরিষদের ১২ আসনে নির্বাচন রয়েছে।
অরবিন্দ কুমার শর্মা ১৯৮৮ সালের গুজরাট ক্যাডারের আইএএস অফিসার। তিনি উত্তরপ্রদেশেরই আদি বাসিন্দা। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে যোগ দেন অরবিন্দ। সে বছরই মুখ্যমন্ত্রী পদে বসেন নরেন্দ্র মোদীও। ২০১৪ সালে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত মোদীর একান্ত আস্থাভাজন ছিলেন এই আমলা। গুজরাট পরিকাঠামো উন্নয়ন বোর্ডের মুখ্য কর্মকর্তা ছিলেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগ দেন অরবিন্দ।
সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে অরবিন্দ বলেন, ‘দলে যোগ দিতে পেরে আমি খুশি। সাধারণ মানুষের জন্য কাজ করে যাব।’ বিজেপি নেতৃত্ব বলছেন, প্রাক্তন আইএএস অফিসার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের একটি অংশ হয়ে উঠেছিলেন অরবিন্দ। গত সপ্তাহে আচমকাই স্বেচ্ছাবসর নেন তিনি। এই সিদ্ধান্তে তাঁর ঘনিষ্ঠমহলের অনেকেই অবাক হয়েছিলেন। তবে তাঁর এই পদক্ষেপের নেপথ্য কারণ স্পষ্ট হয়ে গেল বৃহস্পতিবার।
