তিনি নির্দেশ দিয়েছিলেন দিল্লির হাসপাতালে শুধু করোনা রোগীর চিকিৎসা হবে। আজ তিনি নিজেই অসুস্থ হয়ে পড়লেন। এমনকী আইসোলেশনে চলে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে তাঁর করোনাভাইরাস পরীক্ষা হবে বলে খবর। সোমবার দুপুর থেকেই গলা ব্যথা এবং জ্বর উপসর্গ দেখা দেয় আম আদমি পার্টি সুপ্রিমোর। তাই সব ধরনের সরকারি বৈঠক বাতিল করেছেন কেজরিওয়াল।
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস। দিল্লিতে এখনও পর্যন্ত মোট ২৮, ৯৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারণ–ভাইরাসের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৮১২ জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৫১ হাজারে। তার মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ১৩৫ জনের। এই পরিস্থিতিতে রাস্তায় নেমে কাজ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ফলে সংক্রমণ কার থেকে এসেছে বোঝা যাচ্ছে না।
সোমবার থেকে দিল্লির সীমানা খুলে দেওয়া হয়েছে। কেজরিওয়াল বলেন, ‘দিল্লি সরকারের হাতে যে ১০ হাজার বেড রয়েছে। তা স্থানীয়দের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত বেড রয়েছে, সেগুলি সকলের জন্য থাকছে।’ প্রতিদিন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে জুনের শেষ নাগাদ রাজধানীতে আরও ১৫ হাজার বেডের প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে।
