হাওড়া থেকেই এবার চ্যালেঞ্জ ছোঁড়া হল রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায় হরিদাস পাল। নিজেকে কেউ কেউকেটা বা হরিদাস পাল ভাবতেই পারে! কিন্তু তাহলেই সে হরিদাস পাল হয়ে যায় না। হরিদাস পাল মানুষ তৈরি করে।’ শনিবার স্পেশাল চার্টার্ড বিমানে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই এই কটাক্ষ করলেন তিনি বলে মনে করা হচ্ছে।
রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের যোগদান মেলায় প্রথম বিজেপি নেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে রাজীবের। বিজেপি নেতা হিসেবে প্রথম ভাষণেই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে চ্যালেঞ্জ ছোঁড়েন, ‘২০২১ সালের নির্বাচনে বাংলায় পদ্ম ফুটবেই। এটা আমাদের চ্যালেঞ্জ, আমাদের প্রতিশ্রুতি।’ পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেখাক।’
রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জকে আমল দিতে নারাজ অরূপ রায়। এদিন সকালে হাওড়ার ডুমুরজলা মাঠে আগামী ৭ ফেব্রুয়ারির তৃণমূলের জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘নিজেকে কেউ কেউকেটা বা হরিদাস পাল ভাবতেই পারে। তাহলেই সে হরিদাস পাল হয়ে যায় না। দলত্যাগী নেতাদের কীভাবে হারাতে হয়, তা তাঁরা জানেন।’
উল্লেখ্য, রাজীব বন্দ্যোপাধ্যায়কে খোলাখুলি চ্যালেঞ্জ জানান তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘রাজীবকে নিয়ে মাথাব্যথা নেই দলের কারও। ক্ষমতা থাকলে তৃণমূলকে হারিয়ে দেখাক। হাওড়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসে। তাঁকে দেখেই ভোট দেবেন।’