টলি অভিনেত্রী অরুণিমা ঘোষকে শ্লীলতাহানি, খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী। আজ অভিযুক্ত যুবককে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এমনকি, লালবাজারের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে অভিনেত্রীকে।
বেশ কয়েক দিন ধরে এক যুবক উত্যক্ত করছিল অভিনেত্রীকে। ফোনে তাঁকে শ্লীলতাহানি খুন সহ একাধিক হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এরপর কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেন অরুনিমা। রবিবার রাতে অরুনিমার বাড়ির সামনে থেকে এই যুবককে গ্রেপ্তার করেন পুলিশ আধিকারিকরা।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম মুকেশ সাউ। সে গড়ফা এলাকার বাসিন্দা। এই যুবক কী করে, কেন সে অভিনেত্রীকে ভয় দেখাত, অরুণিমার ফোন নম্বরই বা সে কোথায় পেল, কীভাবে বাড়ি চিনল – এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
যুবকের বিরুদ্ধে উত্যক্ত করা, শ্লীলতাহানি, খুনের হুমকি দেওয়া – সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাবে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা।