ব্রেকিং নিউজ রাজ্য

হাওড়া স্টেশনে লক্ষাধিক নগদ টাকা সমেত গ্রেফতার

শুক্রবার হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সের ৯ নম্বর প্লাটফর্ম থেকে উদ্ধার হয় বত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকার নগদ অর্থ। উত্তরপ্রদেশের লোহাদি কালান থানা এলাকার বাসিন্দা রাজকুমার বিন্দ (৩৯) নামের এক ব্যক্তির থেকে উদ্ধার হয় এই বিপুল অঙ্কের নগদ টাকা।

শুক্রবার সকাল ৬:২০ মিনিটে একটি বিশেষ অভিযানে এই অর্থ উদ্ধার করা হয় বলেই আরপিএফ সূত্রে খবর। গ্রেফতার হওয়া ব্যক্তি ২২৩০৮ মির্জাপুর – হাওড়া এক্সপ্রেস ট্রেনে ১৭ তারিখে ট্রেনে ওঠেন। তাঁর টিকিট পিএনআর নম্বর – ২৭৩২২৯৮১১১।

ওই ব্যক্তিকে জেরা করার সময় ওই বিপুল পরিমান অর্থ নিয়ে সে কোথায় যাচ্ছিল ও এই নগদ অর্থের কোন প্রামান্য নথি সে দেখাতে পারেনি। এরপর আরপিএফ থেকে তাঁকে আয়কর বিভাগের অধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। তাঁরাও ধৃত ব্যক্তিকে জেরা করে উদ্ধার হওয়া অর্থের উৎস জানার চেষ্টা চালাচ্ছে বলেই সূত্র মারফৎ খবর।

প্রাথমিকভাবে অনুমান এই অর্থ হাওলার অর্থ হতে পারে। তবে এখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানাতে চাননি আয়কর আধিকারিকরা। তবে এতো বিপুল নগদ টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাওড়া স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে।
প্রসঙ্গত কিছু দিন আগেও সোনা-রুপার গয়না ও নগদ অর্থ সমেত ধরা পরে এক ব্যক্তি।

তবে শেষ ছয় মাসের মধ্যে ক্রমাগত হাওড়া স্টেশন থেকে বিভিন্ন ঘটনায় প্রায় কোটি টাকার মতো নগদ অর্থ উদ্ধার হয়েছে। পাশাপাশি হাওলা ও বেআইনি অর্থ পাচার করার জন্য রেলের নেটওয়ার্ককে বারবার ব্যাবহার করা হচ্ছে এটা দেখে যথেষ্ট সতর্ক রেলের আরপিএফ ও অন্যান্য সুরক্ষা কর্মীরা।