শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার হলেন এসটিজিটি যোগ্যতা অর্জনকারীরা। মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরছেন ২০২২ সালে এসটিজিটি যোগ্যতা অর্জনকারীরা। এতদিন ধরে প্রতিশ্রুতি মিলছিল নিয়োগের। কিন্তু অবশেষে সবকিছুতেই জল ঢেলে দিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এমনই অভিযোগ এসটিজিটি যোগ্যতা অর্জনকারীদের।
দীর্ঘদিন ধরে যোগ্যতা অর্জনকারীরা একসঙ্গে নিয়োগের দাবি জানিয়ে আসছেন। বেকার ছেলেমেয়েরা উপমুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সঙ্গেও দেখা করেছেন। মিলেছে প্রতিশ্রুতি। এমনকি শিক্ষা দপ্তর থেকে অর্থ দপ্তরে ফাইল পাঠানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল। অবশেষে সবই যেন গুড়ে বালি।
অভিযোগ, শিক্ষা দপ্তর থেকে অর্থ দপ্তরে ফাইল পাঠানো তো দূর, এখন তাদের নাকি জানিয়ে দেওয়া হয়েছে নিয়োগ করা হবে না। এই অবস্থায় মঙ্গলবার এসটিজিটি যোগ্যতা অর্জনকারীরা ফের শিক্ষা মন্ত্রীর বাসভবনের সামনে আসেন। অভিযোগ, তারা শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং গ্রেফতার করে।
এরপর তাদের জোর করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে যায় এতে ক্ষোভ উগরে দেন চাকুরী প্রত্যাশী বেকার ছেলেমেয়েরা। তারায় কান্নায়ও ভেঙ্গে পড়েন।