রাজ্য পুলিশের এসটিএফের জালে গ্রেফতার দুই আল কায়েদা জঙ্গি। উত্তর ২৪ পরগনার বারাসাত শাসনের খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই দুজন দুজনকে। ধৃত জঙ্গিদের নাম আব্দুর রাকিব সরকার ও কাজি আহসান উল্লাহ। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে। বৃহস্পতিবার দু’জনকে আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে।
সূত্রের খবর, আব্দুর রাকিব সরকার ওরফে হারিফ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা এবং ধৃত কাজি আহসান উল্লাহ ওরফে হাসান হুগলির আরামবাগের বাসিন্দা। বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে শাসন থানার অন্তর্গত খড়িবাড়ি এলাকায় অভিযান চালিয়েছিল স্পেশাল টাস্ক ফোর্স। এরপর সেখান থেকেই ইউএপিএ আইনে আব্দুর রকিবকে প্রথমে গ্রেফতার করে এসটিএফ। তারপর তাকে জেরা করতেই কাজি আহসান উল্লাহর খোঁজ মেলে। দু’জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই সূত্রের খবর। ধৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতামূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তার ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে বেশ কিছু নথি ও আপত্তিকর প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আল কায়দার ভারতের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তারা। নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর হয়ে তারা বহুদিন ধরে কাজ করত বলেই খবর।