ব্রেকিং নিউজ রাজ্য

গ্রেফতার তৃণমূল হেভিওয়েট অনুব্রত, উচ্ছ্বাসে মেদিনীপুরে গুড় বাতাসা ও নকুল দানা বিলি বিজেপির

বীরভূমে নিজ বাসভবন থেকে সিবিআই -এর হাতে অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই উচ্ছ্বাস মেদিনীপুর শহরে। অনুব্রত মণ্ডলের নিজের তৈরি মেনু-‘গুড় বাতাসা ও নকুল দানা’ পথচারীদেরকে বিলি করলেন বিজেপি নেতারা।

বৃহস্পতিবার সকালে অনুব্রত গ্রেফতারের ঘটনা জানাজানি হওয়ার পরে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির নেতারা আনন্দ উৎসব করতে শুরু করে। সঙ্গে সঙ্গে মেদিনীপুর শহরের বাজার থেকে গুড় বাতাসা ও নকুল দানা কিনে পথচারীদের মধ্যে বিলি করতে শুরু করেন তারা।

মেদিনীপুর শহরের পঞ্চুরচক রাজাবাজার সংলগ্ন এলাকায় পথচারী সহ বিভিন্ন বাহন চালকদের দাঁড় করিয়ে তাদের হাতে গুড় বাতাসা ও নকুল দানা তুলে দেওয়া হয়। এমনকি ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল নেতা তথা মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান। তাকেও আটকে তার হাতে রাখি পরিয়ে গুড় বাতাসা ও নকুল দানা দেয় বিজেপি নেতৃত্বরা।