গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের প্রায় ছ’মাস পর গ্রেফতার করা হল হত্যাকাণ্ডের মূল চক্রীকে। ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার করা হল পঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা রাজনৈতিক নেতা সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মূল চক্রী গ্যাংস্টার গোল্ডি ব্রারকে।
গত ছয় মাস ধরেই কুখ্যাত এই গ্যাংস্টারের খোঁজে চিরুনি তল্লাশি চলছিল। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পরই গোল্ডি ব্রার কানাডা থেকে আমেরিকায় পালিয়ে যান বলেই সূত্রের খবর। এরপর গত ২০ নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়াতেই গা ঢাকা দিয়েছিলেন বলে ইনটেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে খবর আসে। সেই মর্মে ক্যালিফোর্নিয়া সরকারের সহযোগিতায় অভিযান চলে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডকে পুলিশের জালে আনবার।
উল্লেখ্য, ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় খুন হন পাঞ্জাবের পপ গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। এক বন্ধু ও তুতো ভাইয়ের সঙ্গে জিপে মানসা জেলায় নিজের গ্রামে ফিরছিলেন মুসেওয়ালা। অভিযোগ, সেই সময়ই তাঁর গাড়িটি লক্ষ্য করে গুলি বৃষ্টি চালায় গ্যাংস্টাররা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান মুসেওয়ালা। তারপরই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের নাম সামনে আসে। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে দেশের বিভিন্ন অংশ থেকে এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।