সন্দেশখালি কাণ্ডে রাজ্য পুলিশের বড়সড় সাফল্য। অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও ব্লক সভাপতি শিবু হাজরা। শিবু হাজরাকে গ্রেফতার করল বসিরহাট ন্যাজাট থানার পুলিশ। শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের ধারা রাজ্য পুলিশের ।
মূলতঃ গণধর্ষণের মামলা যুক্ত হওয়ার পরই গ্রেপ্তার হলেন শিবু হাজরা। আগেই গ্রেফতার হয়েছিলেন শেখ শাহাজান ঘনিষ্ঠ উত্তম সরদার। এবার পুলিশের জালে আর এক শাহজাহান ঘনিষ্ঠ । যে সময় শিবু হাজরাকে পুলিশ খুঁজে পাচ্ছে না সেই সময়ই অন্তরালে থেকে সংবাদমাধ্যমকে শিবু হাজরা বলেন, তিনি নিজে কোন দুষ্কৃতি নন তাই তাঁর আত্মসমর্পণের কোনো প্রশ্নই নেই। একই সাথে তার বক্তব্য, তিনি যদি দোষী হয়ে থাকেন তাহলে তিনি সব রকম সাজা নিতে প্রস্তুত এমনই পরিস্থিতিতে রাজ্য পুলিশ গ্রেপ্তার করল শিবুর হাজরাকে।
এখন দেখার সন্দেশখালি ঘটনা ঠিক কোন দিকে মোড় নেয়। শিবপ্রসাদ হাজরাকে আগামীকাল বসিরহাট আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।।