সন্দেশখালি ঘটনার সাতদিন পর দু’জনকে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ। তবে শাহজাহান এখনও অধরা। রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। অভিযোগ, শাহজাহানের নির্দেশেই এই হামলা হয়। গন্ডগোলের মধ্যেই পালিয়ে যায় সে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তারা সকলেই সেদিন ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় জড়িত বলে অভিযোগ। তাদের মধ্যে মেহবুব মোল্লা, সুকমল সর্দার নামে দুজনকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হবে। আদালত এই দু’জনকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা। মাথা ফেটেছিল ৩ জন আধিকারিকদের। বাধা দিতে গিয়ে হামলাকারীদের হাতে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ওই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন, ‘কাউকে ছাড়া হবে না। যারা আইন ভেঙেছেন, তাঁদের প্রত্যেকের বিষয়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে।’