অবাক লাগলেও এটাই সত্যি। গ্রেপ্তার করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পীকে। শনিবার ঢাকার আদালতে পাঠায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ রয়েছে।
নারী পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোনও রিমান্ড আবেদন করেননি তদন্তকারী অফিসাররা। ইভানের পক্ষে আইনজীবী খান মেহমুদুল হাসান জামিনের আবেদন করলেও মামলার নথিপত্র সমস্যা থাকায় শুনানি নেওয়া সম্ভব হয়নি। তাই রবিবার জামিন পাবেন কিনা এই নৃত্যশিল্পী তা নিয়ে হবে শুনানি।
এদিন ইভানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।সিআইডি’র আগে পাচারকারী চক্রের পাণ্ডা আজম খান–সহ ৬ জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে ৪ আসামি আদালতে জবানবন্দিও দিয়েছেন।দুই আসামির জবানবন্দিতে ইভানের নাম আসায় তাঁকে গ্রেপ্তার করে সিআইডি।
অভিযোগ, গত ২ জুলাই দুবাইয়ে নারী পাচারের অভিযোগে সিআইডি রাজধানীর লালবাগ থানায় আজম খানকে প্রধান আসামি করে মামলা করেন। সেই মামলায় ইভানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইভান ২০১৭ সালে ধ্যাততেরিকি চলচ্চিত্রের নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি সোহাগ ড্যান্স গ্রুপ নামে একটি নাচের দল পরিচালনা করেন। সেই সুযোগ নিয়েই পাচার করতেন তিনি।