এগরায় বিস্ফোরণকাণ্ডের প্রধান অভিযুক্ত ভানু বাগকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ওডিশার কটক থেকে গ্রেফতার করা হয় ভানু এবং তাঁর পুত্রকে। সূত্রের খবর, কটকের এক হাসপাতালে আহত অবস্থায় ভর্তি ছিল ভানু এবং তাঁর পুত্র। সেখান থেকেই পাকরাও করা হয় তাঁদের। সঙ্গে গ্রেফতার করা হয় ভানুর ভাইপোকেও।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ এগরা ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামের এগরার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন মারা যান। সেই কারখানার মালিক ভানু ওরফে কৃষ্ণপদ বাগ ঘটনার পরেই পালিয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার ভানু তার ছেলে ও ভাইপোকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩০ বছরেরও বেশি সময় ধরে বাজি তৈরির সঙ্গে যুক্ত ভানু। তাঁর তৈরি বাজির চাহিদাও ছিল বাজারে। ভানুর সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল দূরদূরান্তে। ক্রমেই ভানু হয়ে ওঠেন এলাকার সম্ভ্রান্ত ব্যবসায়ীদের অন্যতম।