জমি কেলেঙ্কারি মামলায় বুধবার প্রায় সাত ঘণ্টা ইডির ম্যারাথন জেরার পর গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
জানা গিয়েছে, গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দেন তিনি। তাঁর অবর্তমানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। আজই আদালতে পেশ করা হয় হেমন্ত সোরেনকে।
অন্যদিকে, যদিও ইডির এই গ্রেফতারির বিরোধিতা করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হেমন্ত সোরেন। গ্রেফতারির বিরুদ্ধে তাঁর দায়ের করা এই মামলার শুনানি হবে আগামী শুক্রবার।