উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার শ্রীনগর এলাকায় ব্যবসায়ীর ওপর গুলি ও বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত মিন্টু বিশ্বাস ওরফে মিন্টাকে বারাসাত থেকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত জয় শেখর গাঙ্গুলীকে গাইঘাটা থেকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ।
প্রসঙ্গত হাবরার শ্রীনগর এলাকার ইমারতি ব্যবসায়ী রাজু ঘোষের উপর হামলার অভিযোগে এর আগে আরো 6 জনকে গ্রেফতার করে হাবরা থানা পুলিশ।এদিন আরও দু’জনকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত দু’জনকেই শনিবার বারাসাত আদালতে পুলিশ-হেফাজত চেয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানা অন্তর্গত শ্রীনগর এলাকায় রাতের অন্ধকারে ঘটে শুট আউটের ঘটনা। রাত ১২ টা নাগাদ শ্রীনগর এলাকায় পরপর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ করা হয় ঠিক তার পরই স্থানীয় দুই যুবকের উপর চালানো হয় গুলি। দুই যুবককে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে যায় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। আহত দুই যুবকের নাম রাজু ঘোষ ও শান্তনু রায়। কি কারণের এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করে হাবরা থানার পুলিশ। তদন্তে নেমে তারা এখনো পর্যন্ত ঘটনায় যুক্ত মোট আট জনকে গ্রেফতার করেছে।