জাল নথি তৈরি চক্রের ঘটনার তদন্তে নেমে আরও এক পান্ডাকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। কিছুদিন আগে জাল নথি সহ এক পান্ডাকে আটক করে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।
বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত বিদ্যুৎ সরকারকে বনগ্রাম মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতের আনার আবেদন জানানো হয় এবং বিচারক বিদ্যুৎকে পুলিশে হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশি হেফাজতে থাকাকালীন অভিযুক্ত বিদ্যুৎ সরকারকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে জড়িত সমীর দাস নামে এক ব্যক্তির কথা জানতে পারে বনগাঁ থানার পুলিশ। গতকাল রাতে বনগা থানার রামকৃষ্ণ পল্লী এলাকা থেকে সমীর দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ।
সমীর দাসের কাছ থেকেও বেশ কিছু জাল নথি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে।