বিনোদন

কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলেছেন অর্পিতা

ভারতে কী চলছে, রিহানা এবং গ্রেটা থুনবার্গের সে বিষয়ে কোনও ধারণা নেই। ভারতে যা হচ্ছে, তার পিছনে কী কারণ রয়েছে, সে বিষয়েও রিহানা, গ্রেটারা কিছু জানেন না। এমনকী রিহানা, গ্রেটাদের নিজেদের দেশে কী চলছে, সে বিষয়েও কি স্বচ্ছ ধারণা আছে তাদের? মার্কিন পপ তারকা এবং সুইডিশ পরিবেশবিদকে অর্পিতা চট্টোপাধ্যায় এভাবেই আক্রমণ করলেন। রবিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে অর্পিতা চট্টোপাধ্য়ায় একটি স্টেটাস শেয়ার করেন। কৃষক আন্দোলনের প্রেক্ষিতে তাদের টুইটের বিরুদ্ধে মুখ খোলেন অভিনেত্রী। অর্পিতা আরও জানিয়ে দেন, এবার থেকে ‘ফেন্টি বিউটি প্রোডাক্টসও’ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে অর্পিতা চট্টোপাধ্যায়ের ওই স্টেটাস প্রকাশ্যে আসতেই তাকে নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়তে হয়। কৃষক আন্দোলনের বিরুদ্ধে যে সব আন্তর্জাতিক ব্যক্তিত্ব মুখ খুলছেন, অর্পিতা কেন তাদের বিরোধিতা করছেন বলে অনেকে প্রশ্ন তোলেন। যদিও অর্পিতা যা বলছেন, তা অনৈতিক নয় বলে দাবি করেন নেট জনতার অন্য অংশ।