ব্রেকিং নিউজ রাজ্য

কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা, ‘আমি ষড়ষন্ত্রের শিকার’: পার্থ

হাইকোর্টের নির্দেশে প্রতি ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল চেক আপের নির্দেশ মত আজ ফের ইডি-র তরফে মেডিক্যাল চেক আপের জন্য জোকার ইএসআই হাসপাতালে পার্থ ও অর্পিতাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু মেডিক্যাল পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে আসার পর গাড়িতে বসেই হাউহাউ করে কেঁদে ফেলেন অর্পিতা মুখোপাধ্যায়।

শুক্রবার বেলা প্রায় সাড়ে ১২ টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে পৌঁছন অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়।প্রথমে তিনি গাড়ি থেকে নামতেই চাইছিলেন না। কার্যত জোর করে তাঁকে নামানো হয়। তবে নামার পরেও মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করতে থাকেন তিনি। তবুও ইডির দুই মহিলা আধিকারিক অর্পিতাকে নামানোর চেষ্টা করেন। সেই সময় গাড়ি থেকে পড়ে যান তিনি। এরপর কোনওক্রমে তাঁকে ওঠানো হয়। হুইল চেয়ারে করে ইডি ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় ভিতরে। পাশাপাশি এদিন হাসপাতালে পার্থ চ্যাটার্জি বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার।”

বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভা ও তৃণমূলের সমস্ত পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ঠিক তার পরদিনই মুখ খুললেন পার্থ। যদিও কার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তিনি করলেন তা স্পষ্ট নয়।