দেশ ব্রেকিং নিউজ

অন্তঃসত্ত্বার সেবা করলেন জওয়ানরা

গত তিনদিন ধরে প্রবল তুষারপাত হয়ে চলেছে জম্মু ও কাশ্মীরে। তার জেরে রাস্তা অবরুদ্ধ। এই পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা মেয়ের প্রসব যন্ত্রনা শুরু হলে আতঙ্কিত হয়ে পড়ে তাঁর পরিবার। হাসপাতালে নিয়ে যাওয়ার সব পথ বন্ধ। রাস্তায় হাঁটতে গেলে হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে বরফে। এই পরিস্থিতিতে মুশকিল আসানের ভূমিকায় দেখা গেল ভারতীয় সেনাবাহিনীকে। অবশেষে সেনার সাহায্যেই হাসপাতালে পৌঁছলেন ওই মহিলা।
উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার বাসিন্দা মহম্মদ মীর ফোন করে তাঁদের অসহায় পরিস্থিতির কথা জানান সেনাকে। খবর পেয়েই এলাকায় টহলরত জওয়ানরা দ্রুত পৌঁছে যান তাঁর বাড়িতে। মীরের মেয়েকে স্ট্রেচারে তুলে বরফে ডুবে থাকা রাস্তাতেই প্রায় এক কিলোমিটার দূরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তাঁরা। সেখানে ওই অন্তঃসত্ত্বার রক্তচাপ পরীক্ষা করে প্রাথমিক শুশ্রুষা শুরু করে দেওয়া হয়।
সেখান থেকে তিন কিলোমিটার দূরে গাড়ির বন্দোবস্ত করা হয়। বরফে ঢাকা রাস্তা পেরিয়ে আর এগোতে পারেনি গাড়িটি। ফের স্ট্রেচারে করে স্বাস্থ্যকেন্দ্র থেকে গাড়ি পর্যন্ত তাঁকে পৌঁছে দেন জওয়ানরাই। সন্ধেবেলা হাসপাতালে একটি সুস্থ শিশুর জন্ম দেন ওই মহিলা।
জওয়ানদের তৎপরতা ও দায়িত্ববোধে মুগ্ধ মহিলার পরিবার। সেনাবাহিনী না পৌঁছলে কী হতো ভাবলেই শিউরে উঠছেন তাঁরা। স্বস্তির খবর পাওয়ার পর সেনাবাহিনীর প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহম্মদ মীর ও তাঁর পরিবারের বাকিরা। গত কয়েকদিনের টানা তুষারপাতে বিধ্বস্ত কাশ্মীর।