ভয়াবহ দুর্ঘটনা তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার মুখে পড়ল সেনা কপ্টার। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। দু’জনকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। ওই দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে মোট ১৪ জন যাত্রী ছিলেন।
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে ছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত এবং তাঁদের পরিবারের কয়েকজন সদস্য । ছিলেন নায়েক গুরুসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর। কপ্টারে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা , হাবিলদার সৎপাল সহ আরো বেশ কয়েকজন ছিলেন।
জানা গিয়েছে, নীলগিরি পাহাড়ের কাছে ওই কপ্টারটি ভেঙে পড়ে। বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের ওই কপ্টারটি রওনা দেয় বলে জানা গিয়েছে। স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। তাঁরা জানিয়েছেন, স্থানীয়রা দু’টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দু’টি দেহই ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। খাদের মধ্যে কয়েকজনকে পড়ে থাকতে দেখা গিয়েছে। তাঁদের দ্রুত উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। তারপর তাদের শনাক্ত করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, জেনারেল বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় বিপিন রাওয়াত এর স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হয়েছে।