প্রাক্তন কর্ণেলের সঙ্গে প্রতারণা করলেন এক যুবক। পুলিশ সূত্রে খবর, গত ২২ আগস্ট দূর্গাসংকর ব্যানার্জির কাছ থেকে ১৪ লক্ষ টাকা নেয়। ইনস্টিটিউট এবং ম্যাগাজিনের নাম করে নিজেকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কখনও আবার ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার বলে পরিচয় দিতেন এমনটাই অভিযোগ করেছেন কর্নেল দুর্গা শংকর ব্যানার্জি।
অভিযোগের ভিত্তিতে দীপ চক্রবর্তীকে যশোর রোডের অফিস থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে একাধিক তথ্য শুধু ১৪ লক্ষ টাকা নয় প্রায় কোটি টাকার কাছাকাছি প্রতারণা করেছে এমনটাই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দীপ চক্রবর্তীকে আজ তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। তার উপর ভুয়ো পরিচয় দেন ওই যুবক। ক্ষেপে ক্ষেপে ১৪ লক্ষ টাকা নিয়েছেন তিনি। কিন্তু টাকা ফেরত চাইতেই তিনি বেঁকে বসেন। পাশাপাশি হুমকি দেওয়া হয বলেও অভিযোগ উঠেছে।