ব্রেকিং নিউজ রাজ্য

মুকুল রায়ের পদধূলি নিয়েই ভোটের লড়াই শুরু অর্জুন সিংহের

মুকুল রায়ের পদধূলি নিয়েই ভোটের লড়াই শুরু করার অঙ্গীকার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের। লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা নিজেদের মতো করে নির্বাচনের ছক সাজাচ্ছেন। উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং গেলেন তার জেলার আর এক বর্ষীয়ান নেতা মুকুল রায়ের বাড়িতে। শুক্রবার সকালে তৃণমূলের প্রাক্তন ‘সেকেন্ড-ইন-কমান্ডের’ কাঁচরাপাড়ার বাড়িতে গেলেন ব্যারাকপুরের সাংসদ।

কাঁচড়াপাড়ায় নিজের বাসভবন যুগল ভবনে রয়েছেন মুকুল। যেই কাঁচড়াপাড়া ব্যারাকপুর লোকসভার অন্তর্গত। তাই প্রার্থী হয়েই প্রাক্তন সতীর্থ এদিন মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন অর্জুন সিং। সেই মূহূর্তের ছবি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় মুকুল রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন অর্জুন সিং।

মুকুলের বাড়ি থেকে বেরিয়ে অর্জুনের দাবি, “মুকুল দা আমাকে দেখে বললেন, ‘আরে অর্জুন এসেছিস!’ তার পরে আমাকে ভোটে জেতার জন্য শুভেচ্ছাও জানিয়ে মুকুল তাকে বলেছেন, ‘‘তুই-ই জিতবি।” প্রাক্তন সতীর্থর সুস্থতা কামনা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তথা এলাকার দাপুটে নেতা অর্জুন সিং।