অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি ঘটনার তদন্তভার এনআইএ–কে দেওয়ার আবেদন করলেন খোদ বিজেপি সাংসদ। অবশেষে নয়াদিল্লি থেকে আজ ভাটপাড়ার বাড়িতে আসলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং। এখানে পা রেখেই নিজের বাড়িতে বোমাবাজির ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন তিনি। তিনি বলেন, ‘এই ঘটনা নতুন নয়। এর আগেও বাড়ির আসপাশে তিনবার বোমাবাজির ঘটনা ঘটেছে। এবার সরাসরি বাড়িতে বোমাবাজি।’
আজ ভোরবেলায় কয়েকজন যুবক সাংসদের বাড়ির কাছে আসে। সেখানে এসেই পরপর বোমা নিক্ষেপ করতে থাকে। সেই বোমার শব্দেই ঘুম ভাঙে ভাটপাড়ার বাসিন্দাদের। কে বা কারা করল তা এখনও জানা যায়নি। তবে সিআইএসএফ থাকা সত্ত্বেও কেন তাদের ধরতে পারল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই বিষয়ে বিজেপি সাংসদ বলেন, ‘আমাকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। পুলিশ রয়েছে, সাংসদের ব্যাক্তিগত নিরাপত্তা রক্ষী রয়েছে, তারপরও যদি এমন হামলা বারবার হয় তাহলে প্রশ্ন ওঠে। সমাজ বিরোধীরা জেলে যাচ্ছে। আবার ছাড়াও পেয়ে যাচ্ছে। তাই পুলিশের উপর কোন ভরসা নেই। কারণ পুলিশ দলদাসের পরিনত হয়েছে। এই ঘটনার তদন্ত পুলিশ দিয়ে সম্ভব নয়। দেশের সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছি। এই ঘটনার তদন্তভার এনআইএ–কে দেওয়ার জন্য।’