ব্রেকিং নিউজ রাজ্য

আজ অর্জুনের ঘরে ফেরা, গেরুয়া পতাকা হাতেই ফিরবেন বঙ্গে

শুক্রবার পাকাপাকিভাবে বিজেপিতে যোগদান করতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার রাতের বিমানে দিল্লি যান তিনি। শুক্রবার দিল্লির বিজেপি অফিসে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়ে ঘরে ফিরবেন তিনি।

অর্জুনের ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, অর্জুনের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেই অর্জুনের দিল্লিযাত্রা পাকা হয়। জানা গিয়েছে, ব্যারাকপুর থেকে অর্জুনকে নির্বাচনের টিকিট দেওয়া নিয়ে বিজেপি শীর্ষ নেতাদের কোনও আপত্তি নেই। এই বিষয়টি চূড়ান্ত হওয়ার জন্যই কথাবার্তা চালাচ্ছিলেন অর্জুন। যদিও এবিষয়ে অর্জুন কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরে এসে আবার দু’‌বছর পর বিজেপিতে যোগদান করছেন তিনি।