দিল্লি যাচ্ছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পাট শিল্পের সমস্যা নিয়ে পর্যালোচনার জন্যই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল বৃহস্পতিবার ফোন করে বিজেপি সাংসদকে দ্রুত দিল্লিতে ডেকে পাঠিয়েছেন।
এদিন, নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তাঁর দিল্লি যাওয়ার কথা জানান বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ‘আমার সংসদ এলাকার অধিকাংশ মানুষ পাট শিল্পের উপর নির্ভরশীল। তাই এই শিল্পের সমস্যা সমাধান করা আমার দায়িত্ব। তাই সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছি।’
প্রসঙ্গত, পাট চাষি এবং পাট শিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন অর্জুন সিং। অভিযোগ, একাধিকবার বিভিন্ন দরবার করেও কোনো লাভ হয়নি। এর আগেও বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে পাট শিল্পের সমস্যা নিয়ে বৈঠক করেছিলেন অর্জুন সিং। কিন্তু তাতে কোনোরকম লাভ হয়নি। পাটশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রুটি রুজির স্বার্থে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তারপরেই তড়িঘড়ি প্রথম দফায় অর্জুন সিংকে ডেকে পাঠায় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল। এরপরই তিনি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকের পর ফের বস্ত্রমন্ত্রী অর্জুন সিংকে ডেকে পাঠানোর ঘটনাকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিজেপি সাংসদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, পৃথিবীতে পাটশিল্পই একমাত্র ক্ষেত্র, যার মূল্য ঠিক করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। এর ফলে পাট শিল্পের চরম ক্ষতি হচ্ছে।