বিনোদন

করোনা আক্রান্ত অর্জুন রামপাল

ফের করোনার থাবা বলিউডে। এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন অর্জুন নিজেই।

অর্জুন লিখেছেন, “আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমার সেরকম কোনো উপসর্গ নেই, তবু নিজেকে আইসোলেশনে রখেছি। চিকিৎসকের পারমর্শ মেনে ওষুধ খাচ্ছি ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছি।”

সবাইকে সতর্ক করে অর্জুন নিজের পোস্টে আরো লিখেছেন, “গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সকলকে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এটি খুব ভয়ানক একটা সময়। তবে আমরা যদি সজাগ ও সতর্ক থাকতে পারি তবে একসঙ্গে হারিয়ে দিতে পারবো করোনা। যা সকলের ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে।”

সবশেষ থ্রিলার ‘নেইল পলিশ’-এ অভিনয় করেছেন অর্জুন। শিগগিরই তাকে দেখা যাবে ‘দ্য ব্যাটেল অফ ভিমা কোরেগাঁও’ ছবিতে।