বিনোদন ব্রেকিং নিউজ

আরজি কর কাণ্ডের রেশ! কাজ নেই জনপ্রিয় অভিনেত্রীর!

আরজি কর কাণ্ডে সরকারের বিরোধিতা করায় কাজ নেই জনপ্রিয় অভিনেত্রীর! এমনটাই অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের।

সমাজ মাধ্যমে অভিনেত্রী শ্রীলেখা মিত্র কিছু অভিযোগ প্রকাশ করেছেন, আবার অনেক কিছু জানাননি,কেননা তিনি মনে করেন জানিয়েও তেমন কিছু লাভ নেই। তবে এই অসহযোগিতা তাঁর প্রতিবাদী মুখ বন্ধ করতে পারিনি,তিনি ধারাবাহিক ভাবে একের পর এক বক্তব্য রেখে চলেছেন আরজি কর কাণ্ড নিয়ে। তাঁর কথাতেই আক্ষেপের সুর, “একটু বেশিই জোরালো প্রতিবাদ করেছি। অবশেষে তার ফলাফল পেলাম। দু-দুটো বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হয়ে গেল। দুটো কাজ থেকেই ভাল অঙ্কের পারিশ্রমিক পেতাম।”

আরজি কর-কাণ্ডে শ্রীলেখার বক্তব্য তার বিরুদ্ধে গিয়েছে আর সে কারণেই তাকে দিয়ে কাজ না করানোর নির্দেশ এসেছে, বলে দাবি করেন অভিনেত্রী। তিনি আরও বলেন, “এই বয়সে এসে নিজেকে বদলানো সম্ভব নয় বরং এই ধরনের ঘটনা আমার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে।”