বিনোদন

অরিজিৎ কোয়েলের সুখের সংসার

জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং প্রচারবিমুখ গায়ক হিসেবেই পরিচিত। তবে অরিজিতের ব্যক্তিগত জীবন মোটেও সাদামাটা নয়। তার জীবনে ঘটেছে প্রেম, বিয়ে এবং বিয়ে বিচ্ছেদও।

নিজে মুখে না বললেও শোনা যায়, প্রীতমের সঙ্গে মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ করার সময়ে ‘ফেম গুরুকুল’-এর এক প্রতিযোগীকে অরিজিৎ বিয়ে করেন। কিন্তু সুখের হয়নি সেই বিয়ে। অল্প দিনেই ভেঙে যায় তাদের সংসার। ২০১৪ সাল অরিজিতের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ এক বছর। ‘গুন্ডে’, ‘টু স্টেটস’-এর মতো ছবিতে গান গেয়ে অরিজিৎ তখন সুপারহিট। ওই বছরেই অরিজিৎ আবার বিয়ে করেন। এবারের পাত্রী কোয়েল রায়। কিন্তু কে এই কোয়েল? একটি সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছিলেন, কোয়েল তার ছোটবেলার বন্ধু। তারা একই স্কুলে পড়তেন। শোনা যায়, কোয়েলই নাকি অরিজিতের ‘লাভ অব লাইফ’। এও জানা যায়, অরিজেতের মতো কোয়েলেরও বিবাহবিচ্ছেদ হয়েছিল। তার প্রথম পক্ষের এক সন্তানও রয়েছে। কিন্তু কোয়েলেরও প্রথম বিয়ে সুখের হয়নি। ঠিক যেমনটা সুখের হয়নি অরিজিতের প্রথম বিয়ে।

অবশেষে অনেক বাধা, অনেক প্রতিকূলতা পেরিয়ে ২০১৪ সালে এক হন ছোটবেলার দুই বন্ধু অরিজিৎ ও কোয়েল। অরিজিৎই নাকি প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কোয়েল রাজি হয়ে যান। বাঙালি মতে দুজনে বিয়ে করেন। কিন্তু গ্ল্যামারের আলো, চাকচিক্য স্বামী-স্ত্রীকে কোনো দিনই টানেনি। অরিজিৎ জানান, পাবলিক অ্যাপিয়ারেন্সে বেজায় অরুচি তার স্ত্রীর। ফ্ল্যাশলাইটের ঝলকানি, সেলফি তোলার ভিড় থেকে কোয়েল নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন। দ্বিতীয় সংসারে কোয়েলের আরেকটি সন্তান হয়। অরিজিৎ এবং দুই সন্তান নিয়ে অন্তরালেই থেকে যেতে চান এই বাঙালি মেয়ে।