অবিশ্বাস্য হলেও সত্যি। এবারের কোপা আমেরিকায় ১৬ দলের মধ্যে ৭ দলের কোচই আর্জেন্টিনার। আবার কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের মধ্যে ৪ দলের ডাগআউটও সামলাবেন আর্জেন্টাইন। গ্রুপ পর্বে যে চার দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তাদের কোচও আর্জেন্টাইন।
এবারের টুর্নামেন্টে শেষ আটে থাকা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, ভেনেজুয়েলার ফার্নান্দো বাতিস্তা , উরুগুয়ের মার্সেলো বিয়েলসা এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো প্রত্যেকেই আর্জেন্টাইন।
কোপা আমেরিকা থেকে যে তিনজন আর্জেন্টাইন কোচ বাদ পড়েছেন তারা হলেন কোস্টারিকার কোচ গুস্তাভো আলফারো, প্যারাগুয়ের কোচ ড্যানিয়েল গারনারো এবং চিলির কোচ রিকার্ডো গারেকা।
তবে চারজনের দলই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে না। মুখোমুখি লড়াই হবে সেমিফাইনালে।
কোপা আমেরিকার সেমিফাইনালে চার আর্জেন্টাইন কোচ অবশ্য নতুন কিছু নয়। ২০১৫ আসরে সেমিফাইনালে খেলা আর্জেন্টিনা , চিলি, পেরু ও প্যারাগুয়ের কোচ ছিলেন আর্জেন্টাইন।