খেলাধুলা ব্রেকিং নিউজ

কলম্বিয়াকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ম্যাচের ৯০ মিনিট ছিল গোল শূন্য। আর্জেন্টিনা শ্রেষ্ঠত্বের শিরোপা পেল বটে। কিন্তু কোপা আমেরিকার ফাইনালে বেশ কঠিন পরীক্ষাই দিতে হয়েছে আর্জেন্টিনাকে। কলম্বিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৯০ মিনিটে কেউই গোল করতে পারেনি। এতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের লাউতারো মার্টিনেজের গোলে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে ১-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা।

সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়াকে স্বপ্ন ছোঁয়ার আগেই ১-০ গোলে হারের তিক্ত স্বাদ দিলো আলবিসেলেস্তেরা। জয়সূচক একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।