আন্তর্জাতিক

কিম জন উন–কে নিয়ে জল্পনা তুঙ্গে

উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শারীরিক অবস্থা কি অত্যন্ত সংকটজনক? এই খবর প্রকাশ্যে এনেছে একটি জাতীয় সংবাদমাধ্যম। তাঁদের খবর, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর উত্তর কোরিয়ার শাসক কিম জং উন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। যদিও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কিমের শরীর খারাপ হলেও তিনি গুরুতর অসুস্থ এমন খবর তাদের কাছে নেই।
গত সপ্তাহে ঠাকুরদার জন্মদিনের গুরুত্বপূর্ণ ইভেন্টে অপ্রত্যাশিতভাবে গরহাজির থাকতে দেখা যায় কিমকে। জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, অস্ত্রোপচারের পর বিপজ্জনক অবস্থায় রয়েছে দোর্দণ্ডপ্রতাপ কিম। আমেরিকা এই পরিস্থিতির দিকে নজর রাখছে। যদিও এই ব্যাপারে ট্রাম্পের দেশ কোনও মন্তব্য করতে চায়নি। তখনই সবাই সন্দেহ করেন, কিম কী গুরুতর অসুস্থ?
যদিও দক্ষিণ কোরিয়া দাবি করেছে কিমের স্বাস্থ্য সম্পর্কে এখনই জল্পনা করা উচিত নয়। চলতি বছরে ১৭ বার জনসমক্ষে হাজির হয়েছেন তিনি। বর্তমানে তিনি মাউন্ট কুমগ্যাংয়ের একটি রিসর্টে রয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন–জেই–ইনের নিরাপত্তা উপদেষ্টা মুন–ছুং–ইন সংবাদসংস্থা এএফপি–কে জানিয়েছেন, এই ধরনের কোনও খবর তিনি শোনেননি।