বিনোদন ব্রেকিং নিউজ

ফের বড় পর্দায় ‘অরণ্যের দিনরাত্রি’

সুনীল গঙ্গোপাধ‍্যায়ের কালজয়ী উপন‍্যাস ‘অরণ‍্যের দিনরাত্রি’ অবলম্বনে ফের ছবি তৈরি হতে চলেছে টলিউডে। সম্প্রতি অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্র পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলে দেশ-বিদেশে রীতিমতো সারা ফেলে দিয়েছেন জিতু। এবার সত্যজিতের ছবিতে সৌমিত্রের চরিত্রে পর্দায় দেখা যাবে জিতুকে।

সালটা ১৯৭০। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’র আধারে একই নামে ছবি তৈরি করেন সত্যজিৎ রায়। সেই উপন্যাসকে ভিত করেই ফের ছবি তৈরি হচ্ছে। সুনীলের ৮৮তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে ঘোষণা প্রমোদ ফিল্মসের।

অসীম চরিত্রে অভিনয় করছেন জিতু। তবে পাঁচ দশক আগের সেই সময়কে সিনেমার প্রয়োজনে কিছুটা আধুনিক ভাবেই দেখানো হবে।

জিতু ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সোহিনী সরকার, অনুষ্কা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়রা। পালামৌর ফরেস্ট বাংলোতে শুটিং হবে। সব ঠিকঠাক থাকলে ২০২৩ এর পুজোয় বাঙালির নস্ট্যালজিয়া ফিরবে পর্দায়।

জিতুর মতে, তাঁদের ছবির সঙ্গে সত্যজিতের ছবির বিশেষ মিল থাকবে না। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সুনীলবাবু যা লিখে গিয়েছেন, আমরা আমাদের ছবিতে হুবহু তাই দেখাব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে পুরো বিষয়টিকে তুলে ধরা হবে।’

‘হীরালাল’, ‘আট বারো’ ছবির পরিচালক অরুণ রায় এখন ব্যস্ত ‘বাঘাযতীন’ ছবি নিয়ে। এই ছবির কাজ শেষ করেই পরিচালক শুরু করবেন কালজয়ী উপন্যাস অরন্যের দিন রাত্রি।