জেলা

পরিযায়ী শ্রমিকদের খাবারের দায়িত্বে পুরসভা

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিক পরিবারের সব সদস্যকে বিনাপয়সায় খাবার দেওয়ার দায়িত্ব নিল আরামবাগ পুরসভা। ‘মা ক্যান্টিনে’ দৈনিক কয়েকশো পরিবারকে দু’বেলা খাবার দেবে আরামবাগ পুরসভা। ইতিমধ্যেই এই খাবার দেওয়া শুরু হল। আত্মশাসনে কাজ হারিয়ে ভিন রাজ্য থেকে ফিরেছেন মহকুমার কয়েক হাজার মানুষ। করোনা পর্বে কাজ না মেলায় তাঁদের অনেকেই দু’বেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন। তাই এইসব পরিবারের সদস্যদের খাবার দেবে আরামবাগ পুরসভা।

পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান স্বপন নন্দী জানান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও দক্ষিণের বেশ কয়েকটি রাজ্য থেকে করোনার প্রথম পর্বে আরামবাগ মহকুমার কয়েক হাজার পরিযায়ী শ্রমিক ঘরে ফেরেন। তাঁদের প্রাথমিকভাবে সাহায্যে এগিয়ে আসে মহকুমা প্রশাসন ও পুরসভা। করোনার দ্বিতীয় ঢেউয়েও আমরা তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করেছি। দুয়ারে খাতা শুরুর পর দেখলাম অনেক পরিযায়ী শ্রমিক পরিবার কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারগুলিকে আরামবাগ মা ক্যান্টিন থেকে খাবার দেওয়া হবে। বাংলার কোনও মানুষ যাতে অনাহারে না থাকেন সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যান্টিন তৈরি করেন।

আরামবাগ পুরসভার মা ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত প্রদীপ সিং রায় বলেন, ‘‌আগে আমরা শহরের ভবঘুরে, কাজ হারানো দিনমজুর ও করোনা আক্রান্ত পরিবারে খাবার দিচ্ছিলাম। এবার নতুন করে পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যদের জন্য খাবার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আগে ১০০ জনের মতো খাবার তৈরি হতো। এখন এই সংখ্যা কয়েকগুণ বেড়েছে। কুপন কেটে যাঁরা খাবার খাচ্ছিলেন তাঁরা আগের মতোই ভাত, সবজি ও ডিম পাবেন। পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। তার জন্য আলাদা কুপনের ব্যবস্থা থাকছে।