শহর থেকে গ্রাম বর্ষা ঢুকে পড়েছে। আর প্রথম দিনেই আরামবাগ জলে ভেসে গেল। বেলা ১১টার পর থেকেই আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। তারপর তুমুল বৃষ্টি। আরামবাগ শহরের ১, ২, ৪, ৬ ও ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। এমনকী আরামবাগের গুরুত্বপূর্ণ রাস্তা হাসপাতাল রোডের অবস্থা তথৈবচ। রাস্তা একেবারে জলে ডুবে যায়। রাস্তার জল দু’পাশের দোকান ও বাড়িতে ঢুকে যায়। পথচলতি মানুষও বেজায় বিপাকে পড়েন। রাস্তার জমা জলে যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে একাধিক অ্যাম্বুল্যান্সও।
বৃষ্টিতে শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের অবস্থাও শোচনীয়। বড় বড় খানাখন্দ রয়েছে। মোটরবাইক নিয়ে যাওয়ার সময়ে সেই গর্তে পড়ে দুর্ঘটনা হয়েছে অনেকেরই। পুরসভার এই ১ ও ২ নম্বর ওয়ার্ডের এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। জলে ডুবে থাকায় রাস্তার গর্তগুলি দেখা যাচ্ছে না। এই অবস্থায় মোটরবাইক নিয়ে অনেকেই গর্তের মধ্যে পড়ে গিয়ে হাত–পায়ে চোট পেয়েছেন।
তবে পুরপ্রধান স্বপন নন্দীর দাবি, ‘শহরে হাইড্রেন করা হয়েছে। তার মুখগুলো খুলে দেওয়া হয়েছে। জল তাড়াতাড়ি চলে যাচ্ছে। রাস্তার কাজ তো হচ্ছিল। লকডাউনের জন্য বন্ধ ছিল। ফের কাজ শুরু করা হবে। এই সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে।’