অর্থনীতি আন্তর্জাতিক

ভারতে আসতে চাইছে অ্যাপেল

করোনার জেরে চিন থেকে তল্পিতল্পা গুটিয়ে ভারতে আসতে চাইছে ২০০টিরও বেশি সংস্থা। অ্যাপলও চিন থেকে তাদের ব্যবসা এদেশে সরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। কিন্তু ভারতের এই সুযোগের পথে অন্তরায় হলেন খোদ নরেন্দ্র মোদীর বন্ধু, ডোনাল্ড ট্রাম্প। উৎপাদন মার্কিন মুলুকে ফিরিয়ে না নিয়ে গেলে সংস্থার কাছ থেকে মোটা জরিমানা আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সংস্থা সূত্রে খবর, চিনে আইফোন উৎপাদন করে অ্যাপল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেই উৎপাদনের ২০ শতাংশ ভারতে সরিয়ে আনতে চায় তারা। ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। তখন মার্কিন প্রেসিডেন্ট জবাব দেন, ‘‌আমরা এটা অনুমোদন করছি না। এমন সংস্থাগুলিকে এবার সিধে রাস্তায় আসতে হবে।’‌ প্রেসিডেন্ট নির্বাচনের আগে করোনার ধাক্কায় ট্রাম্প এমনিতেই কোণঠাসা। আই ইউএসএ ফাস্ট নীতি নিতেই হবে তাঁকে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, চিন থেকে ব্যবসা ভারতে নিয়ে আসতে চাইছে বহু সংস্থা। ২০১৯ সালের শেষে অ্যাপল, স্যামসাং এবং লাভার আধিকারিকদের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকের পরই সিদ্ধান্ত নেয় অ্যাপল। চিনের উৎপাদন কারখানার ২০ শতাংশ সরিয়ে আনা হবে ভারতে।