শুক্রবার মুক্তি পেতে চলেছে অনীক দত্তের ছবি ‘অপরাজিত’। তবে এই ছবি মুক্তির আগেই ভক্তদের জন্য সুখবর। কেননা ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ দেখানো হবে এই ছবি। ২ মে কিংবদন্তী পরিচালক সত্যজিত রায়ের জন্মবার্ষিকীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ‘অপরাজিত’র বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল মুম্বইয়ে। সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অনীক দত্ত ও অভিনেতা জিতু কামাল।
কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির কিছু কাহিনি ফুটে উঠবে এই ছবিতে। ‘পথের পাঁচালি’র নাম পরিবর্তন করে এই ছবিতে নাম হবে ‘পথের পদাবলী’। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন জিতু কামাল। ছবিতে সত্যজিত রায়ের স্ত্রী বিজয়া রায়ের ভূমিকায় দেখা যাবে সায়নী ঘোষকে। তাঁর চরিত্রের নাম রাখা হয়েছে বিমলা রায়।
পাঁচের দশকে ‘পথের পাঁচালী’-তে টাকা বিনিয়োগ করতে নারাজ ছিলেন তৎকালীন প্রযোজকরা। শেষমেশ এমন অবস্থা হয় কিস্তিতে ওই ছবির শ্যুটিং করতে হয়েছিল সত্যজিৎ রায়কে। অবশেষে মিলেছিল সরকারি সাহায্য। বিধান চন্দ্র রায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সত্যজিতের দিকে।
ছবির ফার্স্ট লুক সামনে আসার পরই অভিনেতা জিতু কামালের সত্যজিতের বেশে দেখে ভক্তরা বেশ উচ্ছ্বাসিত। অভিনেতা জিতুর অভিনয়ে বাঙালির প্রিয় ‘মানিকবাবুর’ স্মৃতি যেন বারবার ভেসে উঠছে। এই ছবি দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে সিনেপ্রেমীরা।