ব্রেকিং নিউজ রাজ্য

সাগরমেলায় পুণ্যার্থীদের বিপদে পাশে দাঁড়াবে ‘আপদ মিত্র’ কর্মীরা

এবার সাগরমেলায় পুণ্যার্থীদের বিপদে পাশে দাঁড়াবে ‘আপদ মিত্র’ কর্মীরা। সেই লক্ষ‍্যেই গঙ্গাসাগরে আপদ মিত্র কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। বিশেষ করে পুণ্যার্থীদের ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করবে তারা।

এই মুহূর্তে আপদ মিত্র কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। প্রশিক্ষণের কাজ চলার সময় দেখা গেল গঙ্গাসাগরের তট ভিড়ে ঠাসা। পুণ্যার্থীরা সাগরস্নানে ব্যস্ত। সমুদ্রের উত্তাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছে। নিরাপদে স্নান করার জন্য ঘোষণা ও সতর্ক করা হচ্ছে বারবার।

হঠাৎ বেজে ওঠে সাইরেন। পুণ্যার্থী ডুবে যাওয়ার ঘটনায় বেজে ওঠে সংকেত এই সাইরেন। সমুদ্রতটজুড়ে সাইরেনের আওয়াজ শুনে তৎক্ষণাৎ সমুদ্রে ঝাঁপ দেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের দুই প্রশিক্ষিত কর্মী। সমুদ্রের ঢেউ থেকে ডুবে যাওয়া সেই পুণ্যার্থীকে উদ্ধার করে আনা হয় তটে। এরপর তাঁর পেট থেকে জল বের করা হয়। সাগরে এই দৃশ্য দেখে হতবাক সাগরে আগত পুণ্যার্থীরা।

আসলে এটা একটা মকড্রিল। সাগরতটের এই মকড্রিল দেখে উৎসাহিত পুণ্যার্থীরাও। সাগরতট ছাড়াও কাকদ্বীপের লট নম্বর আট, কচুবেড়িয়া, নামখানা ও চেমাগুড়ি পয়েন্টে মোতায়েন থাকবে এই কর্মীরা। এনডিআরএফের পক্ষ থেকে জেলার বাছাই করা সিভিল ডিফেন্সের কর্মীদের সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানে। এই টিমে মহিলারাও আছেন।

এবারের মেলায় এই টিমের ওপর বিশেষ দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন। যে কোনরকম দূর্ঘটনা এড়াতে এই টিমের সদস্যরা কাজ করবে। এই মকড্রিলের সময় উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল। তিনি বলেন,”এবারের মেলায় আপাদ মিত্র টিমের সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হবে। যে কোনরকম দূর্ঘটনা এড়াতে এরা প্রশিক্ষিত। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আছেন। জেলাশাসকের নির্দেশে এদেরকে কাজে লাগানো হবে।”