ব্রেকিং নিউজ স্বাস্থ্য

কোন কোন সমস্যায় তেঁতুল খেলে উপকার পাবেন? জানেন কি?

তেঁতুল শরীরে অনেক সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে। জেনে নিন শরীরের কোন কোন সমস্যায় তেঁতুল খেলে উপকার পাবেন?

হজমের সমস্যায়

তেঁতুল আমাদের পিত্তথলি থেকে এক রকম উৎসেচক নির্গত হতে সাহায্য করে।যে কারণে হজমের সমস্যা দূর হয়।আর হজমও তাড়াতাড়ি হয়।এছাড়াও তেঁতুলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার।যা আমাদের রেচনে সাহায্য করে।যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাঁরাও কিন্তু খেতে পারেন তেঁতুল।

হার্ট ভালো রাখে

তেঁতুল হার্টের জন্য দারুণ উপকারী। কারণ এটি কোলেস্টেরল এবং রক্তচাপ রাখে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।এছাড়াও তেঁতুলে রয়েছে ভিটামিন সি। যা ক্ষতিকারক ফ্রি র্যানডিক্যালকে শোষণ করে। যার ফলে কোনও অ্যালার্জির সমস্যায় তেঁতুল খাওয়ার কথা বলা হয়। এছাড়াও তেঁতুলে থাকে পটাশিয়াম। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

পুষ্টিগুণে ভরপুর

তেঁতুলে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। প্রতিদিন ১০০ গ্রাম তেঁতুল খেতে পারলে,৩৬% থায়ামিন,৩৫% আয়রন, ২৩% ম্যাগনেসিয়াম এবং ১৬% ফসফরাস পাবেন। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে নিয়াসিন,ক্যালসিয়াম, ভিটামিন সি, কপার এবং পাইরিডক্সিন। যা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন।

ওজন কমাতে দারুণ কাজ করে

তেঁতুলে হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড নামে একটি যৌগ রয়েছে যা শরীরে চর্বি জমা হতে বাধা দেয়। এই অ্যাসিড সেরোটোনিন নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে খিদে কমায়।