করোনা নিয়ে গুজব–বিভ্রান্তির খবর বন্ধ করতে সংবাদমাধ্যমগুলিকে সরকারি সূত্রের উপরই নির্ভর করতে হবে বলে নির্দেশে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সরকারি সাইট থেকে তথ্য নিয়ে সংবাদমাধ্যমগুলি ছাপতে, প্রকাশ করতে এবং প্রচার করতে পারবে। কেন্দ্রকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সংক্রান্ত একটি পোর্টাল তৈরি করতে বলা হয়েছে।
কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়, করোনা নিয়ে দেশজুড়ে বিভ্রান্তিমূলক খবরের জেরে নানা নেতিবাচক ঘটনা ঘটছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এই মহামারী নিয়ে সর্বত্র যে আলোচনা চলছে, তাতে বাধা দিতে চাই না। তবে সংবাদমাধ্যমের প্রতি নির্দেশ, এই মহামারী নিয়ে যে খবর সামনে আসছে, তা যেন শুধুমাত্র সরকারের যাচাই করা মাধ্যম থেকে নেওয়া হয়। ভুয়ো খবর যা প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, তা থেকে মুখ ফিরিয়ে থাকা সম্ভব নয়।
আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বিপর্যয় ম্যানেজমেন্ট আইন ২০০৫ সালের ৫৪ নম্বর ধারা অনুযায়ী যাঁরা ভুয়ো খবর ছড়াবেন, তাঁদের সর্বোচ্চ এক বছর সাজা এবং জরিমানাও হতে পারে। শুধু সংবাদমাধ্যম নয়, সরকার যে নির্দেশ দিয়েছে তা পালন না করলে, ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা অনুযায়ী যে কোনও নাগরিকেরও সাজা হতে পারে। করোনা নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ালে এফআইআর দায়েরের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কথায়, গুজবই করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।