ব্রেকিং নিউজ রাজ্য

টেট দুর্নীতি মামলায় স্বস্তি অনুব্রত কন্যার

টেট দুর্নীতি মামলায় কিছুটা স্বস্তি পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। অনুব্রতর মেয়ে সহ ৬ জনকে টেট সার্টিফিকেট পেশের নির্দেশ প্রত্যাহার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনানির পর জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দুটি মামলা চলছিল। তাতে অতিরিক্ত হলফনামা দিয়ে ৬ জনের প্রসঙ্গ টানা হয়েছিল। কিন্তু. আদালত ওই অতিরিক্ত হলফনামা পড়ে দেখেছে। পুরনো মামলার সঙ্গে ওই অতিরিক্ত হলফনামা গ্রহণ করা হচ্ছে না। তাই ৬ জনকে টেট পাশের সার্টিফিকেট জমা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হল।

উল্লেখ্য, টেট দু্র্নীতিতে নাম জড়িয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। অভিযোগ, টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ না করেও প্রাথমিকে শিক্ষকতা করতেন তিনি। বৃহস্পতিবার দুপুর তিনটের মধ্যে টেট সার্টিফিকেট এবং নিয়োগপত্র-সহ ওই ছ’জনকে আদালতে হাজিরার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতে হাজিরার পরেই এই নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে,  গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে যাওয়ার পর এই প্রথমবার মুখ খুললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার নিজাম প্যালেস থেকে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় নিয়ম না মেনে মেয়ের চাকরি হওয়ার বিষয়ে প্রশ্ন করতেই কার্যত ক্ষেপে গেলেন বীরভূমের বেতাজ বাদশা। বললেন, সুকন্যার চাকরি কিভাবে হয়েছে, সেটা আদালত বুঝবে।