রাজ্য লিড নিউজ

চেনা ফর্মে অনুব্রত, ‘১০০ বার সিবিআইকে সহযোগিতা করেছি’

শনিবার সকাল ৭ টা নাগাদ অনুব্রত মণ্ডলকে কমান্ড হাসপাতালে নিয়ে রওনা দিলেন সিবিআই আধিকারিক টিম। জানা গিয়েছে, কমান্ড হাসপাতালে মেডিকেল টেস্ট করার পর তাকে নিয়ে যাওয়া হবে আসানসোলের সিবিআই এর স্পেশাল আদালতে।

গত ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তারপর থেকেই সিবিআই হেফাজতে নিজাম প্যালেসেই ছিলেন তিনি। শনিবারই শেষ হচ্ছে তাঁর সিবিআই হেফাজত। আসানসোল বিশেষ আদালতে তোলা হবে তৃণমূল নেতাকে।

তদন্তের স্বার্থে আরও চারদিন অনুব্রতকে নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই, এমনটাই সূত্রের খবর। অনুব্রতর আয়ের উৎস ঠিক কী? যা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। আজ সেই কারণে এখনো অনুব্রত গেয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই জেরায় ঠিকমতো সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল, এমন অভিযোগও রয়েছে। তবে সেই অভিযোগ নস্যাৎ করে দিয়ে শনিবার অনু্ব্রত দাবি করেন, ‘১০০ বার সিবিআইকে সহযোগিতা করেছি।’

অন্যদিকে, শুক্রবার বোলপুরের কালিকাপুরে অনু্ব্রতর ভোলে ব্যোম রাইস মিলে হানা দিয়ে মিল থেকে একটি মোটরবাইক-সহ মোট ছ’টি গাড়ি পেয়েছে সিবিআই। বিলাসবহুল গাড়িগুলির মালিক কারা তা যদিও এখনও স্পষ্ট নয়। তবে গাড়িগুলি গরু পাচার সংক্রান্ত কোনও কাজে ব্যবহার হত কিনা, তাও খতিয়ে দেখা হবে।

এবার অনুব্রতর আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর সিবিআইয়ের।