বিনোদন

সন্তানকে সাধারণ শিশুর মতো বড় করতে চান অনুষ্কা

অনুষ্কা শর্মা আর কয়েকদিন পর মা হচ্ছেন। মা হওয়ার আগে অনুষ্কা এবার ভগের কভার ফটোশ্যুট করেন। বেবি বাম্প নিয়ে অনুষ্কা যখন ফটোশ্যুট করেন, বিরাট কোহলি তা দেখে প্রশংসা শুরু করেন। ফটোশ্যুটের পাশাপাশি অনুষ্কা সাক্ষাৎকারেও হাজির হন । যেখানে মা হওয়ার পর থেকে সন্তানকে বড় করা নিয়ে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন।

অনুষ্কা বলেন, মা হওয়ার পর সন্তানকে এক্কেবারে সাধারণভাবে মানুষ করতে চান তিনি। সন্তানকে তাঁরা কখনও ক্যামেরার ফ্ল্যাশে রাখতে চান না। অত্যন্ত সাধারণভাবে তাঁরা সন্তানকে মানুষ করতে চান বলে  অনুষ্কা জানান। ক্রমাগত ক্যামেরার ফ্ল্যাশের সামনে যদি সন্তানকে রাখা হয়, তাহলে আর পাঁচজন সাধারণ শিশুর মতো সে বড় হতে পারে না। সেই কারণেই একেবারে সাধরণভাবে সন্তানকে বড় করে তুলতে চান বলে জানান অনুষ্কা শর্মা। পাশপাশি সোশ্যাল মিডিয়ার সঙ্গেও তাঁরা সন্তানের কোনও যোগাযোগ রাখতে চান না বলে জানান অনুষ্কা। তবে বড় হওয়ার পর তাঁদের সন্তান নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখবে। ফলে সেই সময় সে কী করবে না করবে, সেটা নির্ভর করে তার উপর। এই মুহূর্তে তাঁরা সন্তানকে কোনওভাবেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত করতে চান না বলে অনুষ্কা স্পষ্ট জানান। সাধারণ মানুষ হোক বা তারকা সন্তান, প্রত্যেকেই একইরকম। তাই ছোট থেকে সন্তানদের আলাদা করে ক্যামেরার সামনে এনে সোশ্যাল মিডিয়ায় জায়গা করে দেওয়ার কোনও মানে হয় না বলে মত প্রকাশ করেন অভিনেত্রী।

প্রসঙ্গত বলিউডে তৈমুর সব সময় ক্যামেরার ফ্ল্যাশে থাকে। সইফ-করিনার সন্তানকে নিয়ে পাপারাৎজিরা সব সময় মুখিয়ে থাকেন। যে বিষয়ে করিনা, সইফকে মাঝে মধ্যেই বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। সম্প্রতি শর্মিলা ঠাকুরকেও বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়।