হাসপাতালের বেডে সম্পূর্ণ লাইফ সাপোর্টে এখনও জীবনের জন্য লড়ছেন ফেলুদা। ফাইট কোনি ফাইট ভোকাল টনিকটা কী অবচেতনে নিজের জন্যও বলছেন সৌমিত্র? এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিনোদন জগতে। তার আগেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা অনুপম হাজরার অসংবেদনশীল পোস্ট। যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেল।
হাসপাতালের পক্ষ থেকে রবিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনও দুঃসংবাদ দেওয়া হয়নি। অথচ ঠিক ১২ ঘণ্টা আগে (শনিবার রাত ১১টা ৫২ মিনিট) সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের মধ্যে নেই বলে ফেসবুকে ঘোষণা করে দিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা।কী করে এমন দায়িত্বজ্ঞানহীন পোস্ট করলেন অনুপম হাজরা? তা নিয়ে ক্ষুব্ধ সৌমিত্র ভক্তরা। জীবনের জন্য প্রাণপনে লড়ে যাওয়ার এই স্পিরিটটাকে কী অসম্মান করা হল না! অবিলম্বে পোস্ট সরিয়ে নেওয়ার দাবি উঠল।
ফেসবুকে তিনি সৌমিত্রবাবুর একটি ছবি দিয়ে লিখেছেন, ‘নক্ষত্র পতন! আলোকময় দীপাবলীর রাত অন্ধকার করে চলে গেলেন আমাদের সকলের প্রিয় ফেলুদা!’ তারপরই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনুপমের এই বেপরোয়া পোস্টে অনেকেই তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না।’ কেউ এটা লিখেছেন, ‘জনপ্রতিনিধিদের কাছ থেকে এরকম মন্তব্য আসা করা যায় না।’ ‘এই ঘোষণা নিয়ে কোনও প্রতিযোগিতা চলছে না’— বলেও বিজেপি নেতাকে কটাক্ষ করেন এক মহিলা।