রাজ্য লিড নিউজ

গরুপাচার মামলায় গ্রেপ্তার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল

গরুপাচার মামলায় বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর একাধিকবার সুকন্যাকে তলব করা হয় ইডির তরফে।

বেশ কয়েকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। ফের বুধবার তাঁকে ইডির দিল্লি অফিসে তলব করা হয়েছিল। সুকন্যা মণ্ডল হাজিরা দিলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ পর্বের পর গ্রেপ্তার করা হয় তাঁকে। সূত্রের খবর, সুকন্যার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। তাঁর উত্তরে খুশি না হয়েই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

গরুপাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলকে কয়েকমাস আগে গ্রেপ্তার করা হয়। আসানসোল জেলে দীর্ঘদিন থাকার পর এই মুহূর্তে তিনি রয়েছেন দিল্লির তিহাড় জেলে। অনুব্রতকে গ্রেপ্তার করার পরেই তদন্তের স্বার্থে বীরভূম জুড়ে চলে তল্লাশি। তদন্তকারী আধিকারিকদের আতস কাঁচের নিচে আসেন কন্যা সুকন্যা সহ একাধিক অনুব্রত ঘনিষ্ঠ ব্যাক্তি। এবার অনুব্রত কন্যাকে গ্রেপ্তার করল ইডি।