ব্রেকিং নিউজ রাজ্য

ফের ইডি হেফাজতে অনুব্রত

ইডি হেফাজতে অনুব্রতের তিন দিনের মেয়াদ শেষ হওয়ার পর আজই তাঁকে দিল্লির রাউজ অ্যাভেনিউ আদালতে পেশ করা হয়। ফের ১১ দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে বীরভূমের এই তৃণমূল নেতাকে। এরমধ্যেই অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল-সহ মোট ১২ জনকে সমন পাঠাল ইডি। তাঁদের আগামী ১১ দিনে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। এই তালিকায় সুকন্যা ছাড়াও রয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক। ইডি কোর্টে জানিয়েছে, অনুব্রতর নিরাপত্তারক্ষী সায়গল হোসেনকেও তিহার জেল থেকে এনে কেষ্ট মণ্ডলের মুখোমুখি বসানো হবে।

যথারীতি অনুব্রতর ইডি হেফাজতের বিরোধিতা করেন তাঁর আইনজীবী মুদিত জৈন। তাঁর প্রশ্ন কীসের ভিত্তিতে এই রিমান্ড চাওয়া হচ্ছে? এই দুই দিনে মাত্র দু ঘণ্টা কেন তাঁকে জেরা করা হয়েছে।

পাল্টা ইডির আইনজীবীর দাবি, অভিযুক্তের জন্য বাংলা জানা লোক খুঁজতে হয়েছে। তাঁকে চিকিত্সার জন্যও নিয়ে যেতে হয়েছে। গতকাল দুপুর থেকে তিনি জেরার জন্য প্রস্তুত হয়েছেন। যা সম্পূর্ণ এখনও হয়নি।

সবমিলিয়ে মামলা ক্রমশ দীর্ঘ হচ্ছে। পাশাপাশি দীর্ঘ হচ্ছে অনুব্রতর হেফাজতের মেয়াদও। তবে, যে বিষয় ঘিরে জল্পনা, তা হল অনুব্রত ও তাঁর মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা। যে জেরা কোনদিকে এগোবে সেই নিয়ে জট থেকে যাচ্ছে। পাশাপাশি, জেরা করা হতে পারে অনুব্রতর ব্যক্তিগত হিসেব রক্ষক মণীশ কোঠারি সহ বেশ কয়েকজনকে। গরু পাচার কীভাবে হত, পাচারের টাকা কার কাছে যেত,এসব খুঁজে বের করতেই তদন্তে গতি আনছে ইডি।